ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ডিএসইতে সূচকের উত্থান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১২:৫৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

তারল্য সংকটে পুঁজিবাজারে লেনদেনে খরা থাকলেও সোমবার (০৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানে দেখা যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ে।

ডিএসইর ওয়েবসাইটে দুপুর ১২:৫০ মিনিটে দেখা যায়, ২৪২ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা অন্য কার্যদিবসের তুলনায় অনেক ভালো বলছেন অনেক বিনিয়োগকারী।

এদিকে, ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। একই সঙ্গে বেড়েছে অন্য সূচকও।

ডিএসইর ওয়েবসাইটে দুপুর ১২:৫০ মিনিটে প্রকাশ, লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ কোম্পানির শেয়ারদর।

তবে সম্ভাবনা দিকে যাচ্ছে বলে অভিমত প্রকাশ করেন বিনিয়োগকারীদের একাংশ।