অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান পরিচালনা করেছে। গত ৩ ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চারটি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ‘কাবাব ঘর রেস্টুরেন্ট’-এর মালিককে ২০ হাজার টাকা এবং ‘নিউ আল-মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড’-এর মালিককে ১.৩ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১.৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ অভিযানে প্রায় দুই কিলোমিটার বিতরণ লাইন ও ৫০০ বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১৫০ ফুট পাইপ অপসারণ ও উৎস পয়েন্ট কিলিং-ক্যাপিং করা হয়েছে।
এছাড়া, ফতুল্লার ‘আমজাদ ডাইং লিমিটেড’-এর মিটারে অবৈধ হস্তক্ষেপ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মিরপুর ও সাভারে পৃথক অভিযানে আরও ৯টি আবাসিক সংযোগ ও ৮৭টি অবৈধ বার্নার বিচ্ছিন্ন করা হয়।
সেপ্টেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ১৭২টি শিল্প, ৯৮টি বাণিজ্যিক এবং ২২,০২২টি আবাসিক সংযোগসহ মোট ২২,২১২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ৫০,৩৮০টি বার্নার এবং ১১০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।