বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, পবিত্র রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের ট্রাক সেল কার্যক্রম চালিয়ে ১২ লাখ পরিবারের কাছে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। এর ফলে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।
মঙ্গলবার সকালে খুলনার শিববাড়ী মোড়ে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ ট্রাকের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, টিসিবি বর্তমানে ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। এই ট্রাক সেল কার্যক্রম রমজানের পুরো মাসজুড়ে চলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সাল আজাদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার টি এম মেশাররফ হোসেন প্রমুখ।