ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

তেলের সরবরাহ বাড়বে, দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:৩১ পিএম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ আরও বাড়বে এবং এর ফলে তেলের দাম কমে আসবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তেলের সরবরাহ বৃদ্ধির ফলে বাজারে তার দাম কমবে এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

এছাড়াও, রমজানের সময় প্রয়োজনীয় পণ্যের মজুদ নিয়ে তিনি আশ্বস্ত করেন এবং বলেন, আমাদের বাজারে রমজানে আমদানি করা অত্যাবশ্যকীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। এই পরিস্থিতিতে, দেশের মানুষকে বলা যাচ্ছে যে, রোজায় কোনো পণ্যের দাম বাড়বে না। বরং সব ধরনের পণ্যের দাম কমে যাবে।

এভাবে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করতে বাণিজ্য উপদেষ্টা আরো একবার তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন।