রমজানে টিসিবির ট্রাক সেলে মিলবে খেজুর

হাসান আরিফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:২৯ এএম

রমজানে টিসিবির ট্রাক সেলে মিলবে খেজুর

ছবি: রূপালী বাংলাদেশ

রমজান মাসে রোজাদারদের সুবিধার জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অন্যান্য পণ্যের পাশাপাশি খেজুরও বিক্রি করবে। এ জন্য ১৫৬০ মেট্রিক টন খেজুর আমদানি করা হয়েছে। টিসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন রমজান উপলক্ষে টিসিবির উপকারভোগী পরিবারের মাঝে বিক্রির জন্য চিনি, মসুর ডাল, ভোজ্যতেল স্থানীয়ভাবে সংগ্রহের পাশাপাশি ছোলা ও খেজুর আমদানি করা হয়েছে। ইতিমধ্যে চিনি, মসুর ডাল, ভোজ্যতেল ও ছোলা টিসিবির গুদামে মজুদ করা হয়েছে। 

জানা গেছে, আমদানীকৃত ১,৫৬০ মেট্রিক টন খেজুরের মধ্যে প্রথম চালানে ৬৭৪.৪৫০ মেট্রিক টন ও দ্বিতীয় চালানে ৫৬৭ মেট্রিক টনসহ মোট ১,২৪১.৪৫০ মেট্রিক টন খেজুর গত জানুয়ারি মাসেই বাংলাদেশে পৌঁছেছে। বাকি খেজুরও পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, টিসিবির মাধ্যমে আমদানি করা খেজুর রমজানের আগে এবং রমজান মাসজুড়ে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা হবে। এসব খেজুরের গুণগত মান রক্ষার্থে কোল্ড স্টোরেজে গুদামজাত করা প্রয়োজন। কিন্তু প্রতিষ্ঠানের নিজস্ব কোল্ড স্টোরেজ না থাকায় তা সম্ভব হচ্ছে না। 

তাই যেসব খেজুর কোল্ড স্টোরেজে না রাখলেই নয় এ রকম ৪১৭.০৫০ মেট্রিক টন খেজুর নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের একটি ভাড়া করা কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এই চুক্তির বিপরীতে আনা চালানের খেজুরের জন্য কোল্ড স্টোরেজ ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না।

জানা গেছে, কোল্ড স্টোরেজের জন্য অতিরিক্ত ব্যয় হয়েছে ৬৬৭,২৮০ টাকা। এর মধ্যে খেজুরের প্রতি কার্টনের লোড ও আনলোড লেবার খরচ বাবদ ২,০৮,৫২৫ টাকা এবং কোল্ড স্টোরেজ ভাড়া বাবদ ৪,৫৮,৭৫৫ টাকা। টিসিবির গুদামভাড়া খাত থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে। যা অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাজেট বরাদ্দ আছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সব বিভাগীয় সদর ও পাঁচটি দারিদ্র্যপীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকার ১২ লাখ পরিবারের মাঝে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছি। টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। স্মার্ট কার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড অ্যাক্টিভেশন সম্পন্ন হবে, এর মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে।

সরকার চাচ্ছে রমজান মাসের শেষদিন পর্যন্ত ট্রাক সেল কার্যক্রম চালু রাখতে। এর ধারাবাহিকতায় অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ট্রাকে সেল করা হবে। যাতে এই কার্যক্রমের মাধ্যমে বাজার নিম্নগামী ও বাজার সহনশীল হবে। প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে।

সরকার ঘোষণা দিয়েছে, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে বিশেষ ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। 

সূত্রে জানা গেছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আটটি বিভাগীয় শহরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ১০ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এ কার্যক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। তবে এখনো ছোলা ও খেজুর বিক্রি শুরু হয়নি।

টিসিবির নির্ধারিত মূল্যে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। 

টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল ও ডাল সরবরাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি, সাধারণ ভোক্তাদের জন্য ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!