রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১০:২৯ পিএম

রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রূপালী ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর আরডিআরএস মিলনায়তনে  অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক খেলাপী ঋণ আদায় ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে  শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদ।

এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!