ভোজ্যতেলের বাজারে চলতি সময়ে সংকট তীব্র হয়ে উঠেছে। বিশেষত সয়াবিন তেলের সরবরাহ পুরোপুরি নেই। এতে ভোক্তারা বাধ্য হচ্ছেন সয়াবিন তেলের বিকল্প হিসেবে অন্যান্য তেল খুঁজতে। যা তাদের জীবনধারণের ব্যয়কে আরও বাড়িয়ে তুলছে।
অন্যদিকে, ডিলাররা দাবি করছেন, কিছু প্রতিষ্ঠান দাম বাড়ানোর উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এক মাস ধরে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার কারণে বাজারে এ সংকট আরো প্রকট হয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সয়াবিন তেলের দাম বাড়তে থাকায় ভোক্তারা বিকল্প তেলের দিকে ঝুঁকছেন, তবে এসব তেলের দামও বেশি।
ডিলাররা আরও জানিয়েছেন যে, কয়েকটি প্রতিষ্ঠান সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে বাজারে সংকট সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজারে কয়েকটি ডিলারের দোকানও বন্ধ হয়ে যেতে দেখা গেছে।
ভোক্তারা মনে করছেন, সিন্ডিকেট ভেঙে না দিলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না। সয়াবিন তেলের সংকট সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন তারা।
আপনার মতামত লিখুন :