নরসিংদীর ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে শতরূপা উইভিংয়ের লেভেলিং ব্যবহারের অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০২:৪৮ পিএম

নরসিংদীর ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে শতরূপা উইভিংয়ের লেভেলিং ব্যবহারের অভিযোগ

ফাইল ছবি

অবৈধভাবে শতরূপা উইভিং মিলসের লেভেলিং (ট্রেডমার্ক লোগো) ব্যবহার করে নিম্নমানের কাপড় বিক্রির অভিযোগ উঠেছে নরসিংদীর বাপ্পি এন্টারপ্রাইজের প্রোপাইটার অরুণ দেবনাথের বিরুদ্ধে। এ বিষয়ে শতরূপা উইভিং মিলসের পক্ষ থেকে অরুণ দেবনাথকে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি বলে জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে নরসিংদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শতরূপা উইভিং মিলস ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, কোম্পানি রেজিস্ট্রেশন, ই-ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট রেজিস্ট্রেশনসহ সকল সরকারি অনুমোদিত বৈধ লাইসেন্স নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করছে। তবে বিগত ২ বছরের অধিক সময় ধরে নরসিংদী অঞ্চলের শেখেরচর বাজারের বাপ্পি এন্টারপ্রাইজের প্রোপাইটার অরুণ দেবনাথ শতরূপা উইভিং মিলসের লেভেলিং (ট্রেডমার্ক লোগো) ব্যবহার করে অন্য কোম্পানির নিম্নমানের কাপড় বিক্রয় করে আসছে বলে অভিযোগ উঠে। এতে করে শতরূপার কাস্টমাররা বিভ্রান্ত হন এবং শতরূপা উইভিং মিলসের ব্যবসায়িক ক্ষতি হয়।

সেসময় শতরূপা উইভিং মিলসের পক্ষ থেকে অরুণ দেবনাথকে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হয়। কিন্তু তারপরেও তিনি কোনো কথার তোয়াক্কা না করেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এমন পরিস্থিতিতে শতরূপা উইভিং মিলসের পক্ষ থেকে সিনিয়র এক্সিকিউটিভ (ভ্যাট-ট্যাক্স ও লিগ্যাল অ্যাফেয়ার্স) দীপ্ত দাস নরসিংদী থানায় অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি কপিরাইট আইনের ২০০০ এর ৮২(২) এবং তৎসহ বাংলাদেশ দন্ড বিধির ৪৮৩/৫০০ ধারায় অরুণ দেবনাথের অপরাধ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরবি/এফআই

Link copied!