ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

কেক ও বিস্কুটের ভ্যাট কমাল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

মেশিনে প্রস্তুত বিস্কুট ও হাতে তৈরি কেক-বিস্কুটের "মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন করেছে সরকার। নির্ধারিত ১৫ শতাংশ করে থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

[35053]

বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানায়, ‘মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ও কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। ০৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সরকার "মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫" এর মাধ্যমে আলোচ্য পণ্যসমূহের ক্ষেত্রে ভ্যাটের হার ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ নির্ধারণ করে।’ 

[35054]

‘পরবর্তিতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনাপূর্বক বৃহত্তর জনস্বার্থে সরকার মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ও কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) এর উৎপাদন পর্যায়ে ভ্যাটে হার ১৫ শতাংশ হতে হ্রাস করে ৭.৫ শতাংশ নির্ধারণপূর্বক ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে’ এনবিআর।