শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ‘ডিরেক্টর, বিসনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ, সারওয়াত রেজা। গণ্যমান্য অনেক অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাত এর চেয়াম্যান মোহাম্মদ আলমগীর কবির ও ভাইস চেয়ারম্যান কামরুন নাহার। এছাড়া অত্র স্কুলের পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, মো. আব্দুল আহাদ ও সোলাইমান কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়, যার মধ্যে দৌড়, মেমোরি টেস্ট, অংক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজ’ ইত্যাদি উল্লেখযোগ্য।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫, যেখানে ছোট সোনামনিরা নাচ, গান, কবিতা আবৃত্তি, যাদু প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়।

প্রধান অতিথি সারওয়াত রেজা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মো. আলমগীর কবীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খান্দকার ফারহাদ হোসেন (অব.) উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্বিকভাবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় ও স্মরণীয় দিন হয়ে থাকবে।

আরবি/জেডআর

Link copied!