ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। নেপাল সরকার জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। এই চুক্তির আওতায় নেপাল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে।

নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর এ তথ্য জানিয়েছে।

এটি গত বছর স্বাক্ষরিত একটি চুক্তির ফলস্বরূপ, যেখানে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘনশ্যাম ভাণ্ডারি বলেন, তাদের বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশে রপ্তানি বাড়ানো হবে, যা দুই দেশের জন্য উপকার বয়ে আনবে।

নেপাল মনিটর আরও জানিয়েছে, গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় এই চুক্তিতে বলা হয়েছে, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।

এছাড়া, ভারতীয় আদানি পাওয়ার জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, যা গত তিন মাস ধরে আংশিকভাবে বন্ধ ছিল। তবে, বাংলাদেশ সরকারের কিছু ছাড় ও কর সুবিধার অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।