অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সংস্থাটি ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাচ্ছে।
গত রোববার (২৩ ফেব্রুয়ারি) একদিনের অভিযানে তিতাস গ্যাসের মানিকগঞ্জ, চন্দ্রা ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মানিকগঞ্জের সেওতা ও জয়রা এলাকায় ১১টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, কালিয়াকৈর (চন্দ্রা) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে খাদ্য গুদামের সামনে ২০০ ফুট পাইপলাইন অপসারণ ও কিলিং করা হয়েছে।
ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ-রুপগঞ্জ-এর আশ্রাফিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিঃ, দিঘী বরাব, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে আশ্রাফিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেডের ০৪ টনের ০২টি বয়লার, ০৩ টনের ০১টি বয়লার, ০৮ চেম্বার বিশিষ্ট ০১টি স্ট্যান্টার, ০৬ চেম্বার বিশিষ্ট ০১টি স্ট্যান্টার, ০৫ চেম্বার বিশিষ্ট ০১টি স্ট্যান্টার এবং ৪টি দ্বিমূখী চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এতে ৩৮,৭০০ সিএফটি গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস ব্যবহারের কারণে আশ্রাফিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিঃ-এর মালিককে ১০০,০০০/- টাকা জরিমানা করা সহ ০৪টি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়।
এ ছাড়া ২০৩টি শিল্প, ১২১টি বাণিজ্যিক ও ২৫,৩০৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন। মোট ২৫,৬২৯টি অবৈধ সংযোগ ও ৫৯,৬৫৫টি বার্নার বিচ্ছিন্ন। ১২৯ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ। ২ কর্মকর্তা ও ৬ কর্মচারীকে শাস্তি, ৩ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে কারাদণ্ড। ৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত।
তিতাস গ্যাসের এক কর্মকর্তা জানান, "অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্যাস অপচয় রোধে জনগণকে সচেতন হতে হবে এবং অবৈধ সংযোগের বিষয়ে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০৩টি শিল্প, ১২১টি বাণিজ্যিক ও ২৫,৩০৫টি আবাসিকসহ মোট ২৫,৬২৯টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৯,৬৫৫টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১২৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে । উল্লেখিত অবৈধ উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাসের ০২জন কর্মকর্তা ও ০৬জন কর্মচারীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, ০৩ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে কারাদন্ড, ১.১ শ্রেণির ৫জন ও ১.৩ শ্রেণির ১জন ঠিকাদারী প্রতিষ্ঠানকে বাতিলপূর্বক কালো তালিকাভূক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :