দেশের জ্বালানি চাহিদা মেটাতে সুইজারল্যান্ড থেকে প্রায় ৭৮৮ কোটি টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী সরাসরি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে স্পট মার্কেট থেকে ১(এক) কার্গো (০৫-০৬ মার্চ ২০২৫ সময়ের জন্য ৯ম) এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আগামী ৫-৬ মার্চের মধ্যে এলএনজি কার্গো ক্রয় করার পর্যাপ্ত সময় না থাকায় পঞ্চম বার কোটেশন আহ্বান করে প্রাপ্ত সর্বনিম্ন দরদাতা মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার, সুইজারল্যান্ডের কাছ থেকে এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। প্রতি এমএমবিটিইউ ১৬.৪৩ মার্কিন ডলার হিসেবে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি ক্রয়ে ব্যয় হবে ৭৮৭ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ১৫২ টাকা।
এদিকে, অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য স্পট মার্কেট হতে এক কার্গো (৫-৬ মার্চ ২০২৫ সময়ে ৯ম কার্গো) এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :