২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইপিএলসি)।
ভিন্ন আঙ্গিকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের শূভ সূচনা করেন আইএফআইপিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, গ্রাহকদের জন্য নতুন সেবা ও সুবিধা ইত্যাদি কর্মসূচির সাথে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।
আবুল কাসেম হায়দার তার সূচনা বক্তব্যে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তিতে সম্মানিত পরিচালক, উদ্যোক্তা, গ্রাহক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এনবিআরসহ সকল অংশীদার, আইএফআইপিএলসি-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শুভানুধ্যায়ী ও সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার, এফসিএ এ সময় উপস্থিত ছিলেন।
আইএফআইপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ তৌফিকুল হাকিম তার বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অর্জনের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় উদ্যোক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভাগীয় প্রধান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী আইএফআইপিএলসি-এর শাখাগুলোতেও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
আপনার মতামত লিখুন :