পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) ৩১ হাজার ৯৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ডলার বা এক হাজার ১১০ কোটি টাকা।
রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে ফেব্রুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।
প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তার আগের সপ্তাহে অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ছিল ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এছাড়াও দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ১৩ বিলিয়ন বা ২ হাজার ৬১৩ কোটি ডলার ছাড়িয়েছে।
আপনার মতামত লিখুন :