৩৫টি পদক পেয়ে কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্মার্ট স্পোর্টস একাডেমি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১১:০৫ পিএম

৩৫টি পদক পেয়ে কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্মার্ট স্পোর্টস একাডেমি

ছবি: রূপালী বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৫-এ সর্বমোট ৩৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ‘স্মার্ট স্পোর্টস একাডেমি’র সদস্যরা।

সম্প্রতি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার।

বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশন-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং কারিগরি সহায়তায় ছিল এসডব্লিউকেএফ বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১২টি দলের ১৫০ জন খেলোয়াড় অংশ নেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৯টি স্বর্ণপদক, ১৫টি রৌপ্যপদক এবং ৯টি তাম্রপদকসহ সর্বমোট ৩৫টি পদক অর্জন করে বিভাগীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্মার্ট স্পোর্টস একাডেমির কারাতে দলের সদস্যরা।

বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ‘সনি-স্মার্টের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট স্পোর্টস একাডেমি।

বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার-এর ওস্তাদ নাজমুল হাসানের সভাপতিত্বে কারাতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত করোনা-যোদ্ধা মাকসুদ আলম খন্দকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশন-এর সাধারণ সম্পাদক সিহান মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল-এর প্রধান শিক্ষক  আনোয়ার হোসেন, স্মার্ট স্পোর্টস একাডেমি এর প্রধান প্রশিক্ষক সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত খেলোয়ার কোচ মোহাম্মদ রেহানউদ্দিন ও সহকারি প্রশিক্ষক সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত খেলোয়ার মো. শাহজাহান এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) এর উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।

সমাপনী পর্বে আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অতিথিরা বিজয়ী স্মার্ট স্পোর্টস একাডেমি টিমের হাতে পদক ও ট্রফি হস্তান্তর করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!