সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার টন চাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১২:৪৯ পিএম

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার টন চাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চালের সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়েছে। ভারত থেকে ১৫ হাজার টন সিদ্ধ চাল এবং মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মিয়ানমার থেকে চালটি জি টু জি (সরকারি পর্যায়ে) ভিত্তিতে আমদানি করা হয়েছে এবং এটি এমভি এটিএন ভিক্টরি জাহাজে নিয়ে আনা হয়েছে। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৫ হাজার টন চাল আমদানি করা হয়েছে, যা এমভি বিএমসি প্যানডোরা জাহাজে এসেছে।

খাদ্য অধিদপ্তর এই চাল আমদানি করেছে এবং বর্তমানে দ্রুত চাল খালাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে দেশে চালের সরবরাহ বৃদ্ধি পায়।

আরবি/এফআই

Link copied!