বাংলাদেশ সিকিউরিপি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রতিবাদে কমিশন ভবন অবরুদ্ধ করেছেন জুনিয়র কর্মকর্তারা। বুধবার (৫ মার্চ) দুপুরে কমিশন চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী হাজির হন।
কমিশনের কর্মীদের সঙ্গে আলোচনা ছাড়াই ‘গেটের ওপর দিয়ে ঢুকে তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ৮-১০ জন আহত হন’ বলে অভিযোগ করেন কমকর্তারা। দুপুরে পরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের ভেতরের পরিবেশ বেশ থমথমে বলে জানান তারা।
এ বিষয়ে জানতে নতুন মুখপাত্র মো. আবুল কালামের মোবাইল ফোনে একাধিকার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্তর্বর্তী সরকারে আমলে বিএসইসির চেয়ারম্যান হওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন বলে অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :