গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য গত বছরের নভেম্বরের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছে। তালিকাভুক্ত পণ্যের মধ্যে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন তেল, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
প্রেস উইং জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে টিসিবি মুদি দোকান ও মুরগির মার্কেট থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন প্রকার চাল (নাজিরশাইল মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) এবং গমজাত পণ্যের (লুজ আটা, প্যাকেটজাত আটা, লুজ ময়দা ও প্যাকেটজাত ময়দা) দাম গত পাঁচ মাসে অপরিবর্তিত রয়েছে। তবে গত বছরের রমজানের তুলনায় চালের দাম কিছুটা বেড়েছে, কিন্তু গমজাত পণ্যের দাম (আটা ও ময়দা) হ্রাস পেয়েছে।
সরকার আশা করছে, এই প্রবণতা বজায় থাকলে রমজান মাসে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে এবং সাধারণ জনগণ স্বস্তি পাবে।
আপনার মতামত লিখুন :