পাচারের টাকা ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০২:৩০ পিএম

পাচারের টাকা ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ জন্য বিদেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

পাচার হওয়া অর্থ ফেরত আনার পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করছি, সব অঙ্কের টাকা ফেরত আনা এবং তাদের আইডেন্টিফাই করার।”

তিনি আরও বলেন, “এখানে কিছু আইনি পদক্ষেপ রয়েছে, তবে এসব পদক্ষেপ বিদেশের সঙ্গে সম্পর্কিত। আমরা চেষ্টা করছি দ্রুত যে বিষয়গুলো করতে পারি, তা সমাধান করতে। বিদেশের সঙ্গে কিছু চুক্তি করব এবং আগামী মাসে আরও ভালো খবর পাওয়া যাবে।”

এসময় নতুন টাকা বাতিল করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থ উপদেষ্টা।

আরবি/এফআই

Link copied!