বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন করে ভেঙে দেয়া ব্যাংকগুলো হলো– এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ অনেক পরিচালকের বিরুদ্ধে পলাতক থাকার অভিযোগ রয়েছে। সরকার পতনের পর থেকে এই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে।