ট্যাক্স পলিসি-কর ব্যবস্থাপনায় ভিন্ন আইন করছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৪৫ পিএম

ট্যাক্স পলিসি-কর ব্যবস্থাপনায় ভিন্ন আইন করছে সরকার

ছবি: রূপালী বাংলাদেশ

ট্যাক্স পলিসি ও কর ব্যবস্থাপনায় ভিন্ন আইন করছে সরকার। মাহে রমজানে ঈদুল ফিতরের আগে এই আইন পাস হচ্ছে বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘ঈদের আগে আইন পাস হবে এবং জুলাই পরবর্তী সময়ে কার্যকর হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ‘আয়কর আইন ২০২৩: সংস্কার ও প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকস্শেন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জিএম আবুল কালাম কায়কোবাদ ও সংগঠনের মহাসচিব সৈয়দ মহিতুল হাসান ও কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মাহমুদ।

চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘এখন আইনের খসড়া করেছি। দুটি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। বাইরের এক্সপার্ট লোকও এখানে থাকবে। রাজস্ব ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ, তারাই এখানে থাকবেন। এভাবেই আমরা ডিজাইন করেছি।’

রাজস্ব সেবার ‘ট্যাক্স সৈনিক’ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মেধা নিয়ে কোনো সমস্যা নেই। পরিবেশগত বিভিন্ন কারণে তারা কাজ করতে পারেনি। এখন থেকে তারা আরও ভালোভাবে কাজ করবেন। গর্হিত কাজ থেকে ট্যাক্স সৈনিকদের দূরে থাকতে হবে।’  

তিনি আরও বলেন, ‘আমরা কর অব্যহতির চেষ্টা করছি, এটা থেকে বের হতে হবে। তবে আমাদের আইন আছে কিন্তু এখানে সুশাসনের অভাব। সরকারি ইনসেনটিভ দিলেও এখানে বিনিয়োগ আসবে কি না, সন্দেহ রয়েছে।’

আইনের সংস্কার ও প্রেক্ষিত নিয়ে বক্তব্য দেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ। তিনি বলেন, ‘কর ন্যায্যতা আমাদের প্রতিষ্ঠা করা দরকার। প্রতিষ্ঠানের মুনাফা হিসাবে উৎসে কর নির্ধারণ করা হয়। এ বিষয়ে আলাদা আয়কর আইনের সংস্কার করা হচ্ছে’ বলেন তিনি।

অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিতুল হাসান বলেন, ‘জুলাই পরবর্তী নতুন পরিবেশ আমরা পেয়েছি। ৫২, ৭১ ও ২৪-এর আন্দোলনে নিহতদের স্মরণ করছি। তাদের ত্যাগে কাজের নতুন পরিবেশ পেয়েছি’ বলেন তিনি। নতুন উদ্যোমে কাজ করতে সহকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান মহিতুল হাসান।

নতুন করে রাজস্ব বিভাগের দুইজন সদস্যকে পদায়ন করা বলে জানিয়েছে এনবিআর। নতুন সদস্যরা হলেন, লুৎফুল ইসলাম ও খায়রুল ইসলাম। সভার শুরুতে সকল শহিদের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!