অর্থপাচার এবং সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগসহ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ খোলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন বিভাগ গঠনের উদ্দেশ্য হলো ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল করা; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন কার্যক্রম সম্পাদন করা। এছাড়া, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন করা এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়নসহ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডসমূহ বাস্তবায়ন করা।
নতুন চারটি বিভাগের মধ্যে রয়েছে- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়গুলো আগে বাংলাদেশ ব্যাংকের গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেখভাল করতো। তবে আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিএফআইইউয়ের কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার কারণে নতুন বিভাগগুলো গঠন করা হয়েছে।