ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ডরিন পাওয়ারের নরসিংদী কেন্দ্রের চুক্তি বাতিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নরসিংদী বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বাতিল করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি।

এটি পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

 

ডিএসই জানায়, গত ১১ মার্চ ডরিন পাওয়ারের নরসিংদীতে অবস্থিত ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পিপিএ বাতিল করে বিআরইবি।

এরআগে বিআরইবি ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি ডরিন পাওয়ারকে নরসিংদী বিদ্যুৎ কেন্দ্রটি চালুর অনুমোদন দিয়েছিল বলেও ডিএসই’র তথ্যে জানা গেছে।