রপ্তানিতে বছরে ৮০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:২২ পিএম

রপ্তানিতে বছরে ৮০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি খাতে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। ফলে প্রতিবছর প্রায় ৮০০ কোটি ডলার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের শুল্ক সুবিধা কমে যাওয়ার কারণে এই ক্ষতি হতে পারে এবং পাশাপাশি জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও উন্নয়ন সহযোগিতা কমবে।

শনিবার তেজগাঁওয়ে এফডিসিতে ‘এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ’ বিষয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফাহমিদা খাতুন আরও বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা এলডিসি থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেনি এবং এটি দেশের জন্য একটি গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

এ ছাড়া তিনি গত সরকারের অর্থনৈতিক তথ্য উপস্থাপনের সমালোচনা করেন এবং বলেন, আগের সময়ে অর্থনৈতিক ডেটা গোঁজামিলনির্ভর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, যা দেশের বাস্তবতা থেকে অনেক দূরে ছিল। এ সময় তিনি বাংলাদেশের ঋণের ব্যবস্থাপনা নিয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান, বিশেষ করে চীনের ঋণের ক্ষেত্রে যা আরও ঝুঁকি সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও সরকারের বিরুদ্ধে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে উন্নয়নকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যার ফলে দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। 

আরবি/এফআই

Link copied!