ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঈদের আগে প্রবাসী আয়ে জোয়ার, ভাঙতে পারে রেকর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:০৩ পিএম
ছবি : সংগৃহীত ।

রোজা শেষেই  ঈদ। প্রতি বছর ঈদুল ফিতরের আগে রোজার মাসে স্বাভাবিক সময়ের তুলনায় বাংলাদেশি প্রবাসীরা বেশি রে‌মিট্যান্স পাঠিয়ে থাকেন।

এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আগেই প্রবাসী আয়ের জোয়ার বইছে দেশজুড়ে।

রোববার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাং‌কের সর্বশেষ তথ্য বলছে, চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে ১৬৫ কো‌টি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলা‌দেশিরা।

যার দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১২৩ টাকা) এই অঙ্ক ২০ হাজার কোটি টাকার বেশি।

এ ধারা চলমান অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

গত ফেব্রুয়ারি মাসে বৈধপথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এছাড়াও ফেব্রুয়ারি মাসে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কো‌টি ডলার বা এক হাজার ১১০ কো‌টি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রি পর্যন্ত ৮ মাসে দেশে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

যা গত অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিলো এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

অর্থাৎ অন্তর্বর্তী সরকার দা‌য়িত্ব নেওয়ার পর থেকে টানা ৭ মাস দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসে‌ছে বাংলাদেশে। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মার্চে নতুন রেকর্ড হতে পারে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। এতে ভাঙতে পারে অতীতে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।