সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন কর্পোরেট-১ শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম।
ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এ সময় স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইনসহ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন কর্পোরেট-১ শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।