ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নতুন টাকায় মুজিবের ছবির বদলে কী থাকছে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ঈদে সালামি হিসেবে নতুন টাকা দেওয়া বাংলাদেশে এক ঐতিহ্য। তবে এবার নতুন টাকা ঈদে বাজারে আসছে না বাংলাদেশ ব্যাংক। এতে জনমনে কিছুটা হতাশাও রয়েছে। একইসঙ্গে আছে নানা প্রশ্নও। নতুন টাকাতেও কি শেখ মুজিবের ছবি থাকবে?

ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টক শোতে নতুন টাকার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

নতুন টাকা কবে পাওয়া যাবে তা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে। যা হোক এখন এগুলা শেষ হয়ে যাচ্ছে। ওরা আসলে ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং আমরা সেটা দ্রুত দেখে দিয়েছি। কিন্তু এখন বলছে সময় লাগবে। এসব নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্মা প্রকাশ করেছেন। আমাকে জিজ্ঞেস করেছে যে, এত দেরি করে আসছে কেন তোমার লোক? আমি বলছি আমার লোক তো না, এটা আসলে বাংলাদেশ ব্যাংক করে। আমরা আসলে এক দুই দিনের মধ্যে এটা দিয়ে দিয়েছি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সময় লাগছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এপ্রিল মাসের মধ্যে দিতে পারবে।’

নতুন টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে কিনা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ডিজাইনটা আসছে আমাদের দিকে ডিসেম্বরের মাঝামাঝিতে। এরপর প্রধান উপদেষ্টার কাছে আসার পর এক দুই দিনের মধ্যে কিন্তু ওদের সবাইকে নিয়ে বসে দেখে দিয়েছেন উনি। কিন্তু ঈদে নতুন টাকা না পাওয়াটা আসলে দুর্ভাগ্যজনক। আর এবার নতুন টাকার ডিজাইনে কোন ব্যক্তির ছবি থাকবে না।’