৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপি এ টুর্নামেন্টের মঙ্গলবার রাতে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নৈশভোজ অনুষ্ঠানে মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর সেনানিবাস ন্যাশনাল ডিফেন্স কলেজ ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম এবং গলফ ক্লাবের পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.), কার্যনির্বাহী কমিটির সদস্যগন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাতে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশগ্রহন করেছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত টুর্নামেন্টে জনাব কমান্ডার মোঃ আসাদুজ্জামান নুর ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও ভ্যাটারান উইনার. ব্রিগে. জেনা. ডা. আব্দুস শহিদ খান (অব.), সিনিয়র উইনার. ব্রিগে. জেনা. মো. আহসান হাবিব (অব.), লেডি উইনার. মিসেস হাফিজা ইমাদ এবং জুনিয়র উইনার. মাস্টার খান ফারহান আহমেদ পুরস্কার প্রাপ্ত হন।
আপনার মতামত লিখুন :