ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বিক্রি হচ্ছে বেক্সিমকো গ্রুপের ৪টি প্রতিষ্ঠান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৩:১১ পিএম

বিক্রি হচ্ছে বেক্সিমকো গ্রুপের ৪টি প্রতিষ্ঠান

ছবি সংগৃহীত

ঢাকা: বিতর্কিত ব্যবসায়ী সালামান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। সেই গ্রুপের লাভজনক চারটি কোম্পানি বিক্রি হতে চলেছে। কেনার আগ্রহ প্রকাশ করে ১৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টাকে একটি প্রস্তাব পাঠিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের একটি কসোর্টিয়াম।

কেনার আগ্রহের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- বেক্মিমকো ফার্মা, বেক্মিমকো লিমিটেড, তিস্তা সোলার লিমিটেড ও বেক্মিমকো কমিউনেকেশন্স লিমিটেড।

কনসোর্টিয়ামের পক্ষ থেকে ১৪ অক্টোবর দুবাইভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসি সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে আবেদন পাঠিয়েছে।

ইতোমধ্যে প্রস্তাবটি ‘প্রস্তাবটি যাচাই-বাছাই করুন’ নির্দেশনা দিয়ে বাণিজ্য সচিবের কাছে পাঠিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে বিক্রয় প্রস্তাবের বিষয়ে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Link copied!