ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:৪৫ এএম

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন

কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে যাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সে লক্ষ্যে কর জাল সম্প্রসারণে সারা দেশে নতুনভাবে ‘স্পট অ্যাসেসমেন্ট’ কার্যক্রম শুরু করেছে। একইসঙ্গে করজাল ছড়িয়ে দিতে ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন। গতকাল বুধবার এনবিআর এ নির্দেশনা জারি করে দেশের সব কাস্টমস কমিশনারকে জানিয়ে দিয়েছে।

এনবিআর জানায়, যেসব করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবাপ্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করতে নতুন কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করবে। 

ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে। যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে কর অঞ্চলগুলো দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে ‘স্পট অ্যাসেসমেন্ট’ পরিচালনা নতুন করে শুরু করেছে। কর কমিশনাররা নিজ নিজ অধিক্ষেত্রে এই কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করেছেন। তারা ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ করদাতাকে সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা প্রদান করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন। একইসাথে, করদাতারা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়করসংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন বলে জানায় এনবিআর।

এদিকে, ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়। ১৩ মার্চ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার অনুরোধ করা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!