ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের চেইন হ্যান্ডওভার ও প্রথম সাধারণ সদস্য সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের অন্যতম সুসংগঠিত চ্যাপ্টার জেসিআই ঢাকা ইম্পেরিয়াল এর চেইন হ্যান্ডওভার ও ২০২৫ সালের প্রথম সাধারণ সদস্য সভা (২৬ মার্চ) বুধবার, রাজধানীর স্কাই লাউঞ্জ, মিরপুরে অনুষ্ঠিত হয়েছে।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের নতুন বোর্ড দায়িত্ব গ্রহণ করে এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এর পাশাপাশি, ইফতার ও নৈশভোজের আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেসিআই বাংলাদেশের ২০২৫ ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ২০২৫ ন্যাশনাল সেক্রেটারি জেনারেল জাফির শাফি চৌধুরী, ২০২৫ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বি এম জাহিদ হোসেন মারুফ, ২০২৫ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন সিনান আরেফিন এবং ২০২৫ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট রায়হান আকবর টুটুল।

এছাড়াও, বিভিন্ন চ্যাপ্টারের সম্মানিত স্থানীয় সভাপতি ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট সৈয়দ শাফায়াত করিম সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সকল সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগের প্রসার, এবং যুব নেতৃত্ব তৈরিতে জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, জেসিআই ঢাকা ইম্পেরিয়াল ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন বোর্ডের এই পথচলা সংগঠনের লক্ষ্য অর্জনে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।