সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আজ শিল্পাঞ্চলে ব্যাংক খোলা রয়েছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১১:৩১ এএম

আজ শিল্পাঞ্চলে ব্যাংক খোলা রয়েছে

ছবি: সংগৃহীত

আজ শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের জন্য এ সুবিধা দিচ্ছে শাখাগুলো।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) বিজ্ঞপ্তি অনুযায়ী এই ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। যার মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশের ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফশিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ২৯ মার্চ খোলা থাকবে। 

সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার বিষয়ে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

আরবি/শিতি

Link copied!