সম্প্রতি আকিজ ফেয়ার ভ্যালু সুপারশপের গ্রাহকদের ডিজিটাল-পে সেবা দিতে মেঘনা ব্যাংক এবং আকিজ ভেঞ্চার গ্রুপের মধ্যে সেবা সহায়তা চুক্তি স্বাক্ষর হয়। এর আওতায় ‘মেঘনা পে’ গ্রাহকরা আকিজ ফেয়ার ভ্যালুর যে কোনো রিটেইল আউটলেটে কেনাকাটায় তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা ‘স্ক্যান অ্যান্ড পে’ ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত, আকিজ ভেঞ্চার গ্রুপের সিএফও মোখলেছুর রহমান আখতার, পরিচালক অপারেশনস সৈয়দ জয়নুল আবেদীনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা।