পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে দেশের সব ব্যাংক, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। এতে আবারও গতি ফিরবে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতে।
ঈদের সরকারি ছুটির আগে ২৮ ও ২৯ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি এবং ঈদের পরবর্তী ৪ ও ৫ এপ্রিলও ছিল শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানসহ দেশের আর্থিক খাতের অফিসগুলো ছিল বন্ধ।
ঈদের ছুটির আগ পর্যন্ত রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চলত ১টা ৫০ মিনিট পর্যন্ত।
তবে ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন। এ সময় শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা করা যাবে।