বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আজ সোমবার (৭ এপ্রিল) থেকে ঢাকায় শুরু হচ্ছে। চার দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা অংশ নেবেন। সম্মেলনে চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিডা জানিয়েছে, সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ বিনিয়োগকারীদের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত, যেমন বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প এবং ডিজিটাল ইকোনমি তুলে ধরবেন।
এ ছাড়া, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে বেসামরিক মহাকাশ অনুসন্ধান বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে এই সম্মেলনে। সম্মেলনের অতিথিদের মধ্যে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, জিওর্ডানো ইন্টারন্যাশনালের সিইও কলিন মেলভিল কেনেডি কারি।
এ ছাড়াও, এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টসহ বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিডা জানিয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর, টয়োটার মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।
এই সম্মেলনটি আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে এবং এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।