ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন স্বর্ণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া এয়ারলাইন্স বারহাদ (এবি গ্লোবাল সেলস) বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বর্ণা দাস।

এর আগে, স্বর্ণা বাংলাদেশে এমিরেটাস এয়ারলাইন্স হলিডেজ, শ্রীলংকান এয়ারলাইন্স হলিডেজ, গো ফার্স্ট এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজে  সেলস, মার্কেটিং, কমিউনিকেশন ও  ই-কমার্সে সফলতার সাথে কাজ করেন। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে তার রয়েছে এক দশকের অভিজ্ঞতা।

মালয়েশিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান প্রসঙ্গে স্বর্ণা দাস বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্স ইতিমধ্যে বাংলাদেশি যাত্রীদের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এয়ারলাইন্সটির পরিষেবা ও কার্যক্রম আরও যাত্রীবান্ধব করতে আমি আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব।