ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সয়াবিন তেলের দাম নিয়ে টানাপোড়েনে বাণিজ্য উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে টানা দুই দিন বৈঠক করেও সিদ্ধান্ত নিতে পারেননি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আগামীকাল বুধবার (০৯ এপ্রিল) সচিবালয়ে আবারও বৈঠক ডাকা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সোমবার ও মঙ্গলবার দুই দিন বৈঠক করেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ওই বৈঠকের পরই জানা যাবে, কতটুকু বাড়ানো হবে সয়াবিন তেলের দাম।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) জানিয়েছে, তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়াতে চায়। তাদের প্রস্তাব অনুযায়ী, ১ এপ্রিল থেকে নতুন দর কার্যকর করার পরিকল্পনা ছিল।

গতকাল বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ভোজ্যতেল পরিশোধন কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কারখানার মালিকরা জানিয়েছেন, আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। আর এই কারণেই তারা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে তারা বলছেন, যদি রেয়াত সুবিধা বজায় থাকে তাহলে দাম বাড়াতে চান না।

এদিকে, এনবিআর কর্তৃক কর রেয়াতের সুবিধা বহাল রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, এনবিআর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে। ৩০ জুন পর্যন্ত শুল্ক-কর রেয়াতের মেয়াদ বৃদ্ধির জন্য গত রোজার মাঝামাঝি সময়ে ট্যারিফ কমিশন এনবিআরকে চিঠি পাঠিয়েছিল।

এছাড়া, পরিশোধন কারখানার মালিকদের সংগঠন ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছে। যার ফলে ১৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ৯৩৫ টাকা, আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১৭০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্তমানে টিসিবি’র তথ্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ থেকে ১৭৬ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৪৫ থেকে ৮৫০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ থেকে ১৬৫ টাকা।