দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এতে ভরিপ্রতি দাম ২ হাজার ৪০৩ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্যহার ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, ৮ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়।
উল্লেখ্য, চলতি বছরে এটি দেশের বাজারে স্বর্ণের দামের ১৯তম সমন্বয়। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৫ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৭ বার।
আপনার মতামত লিখুন :