সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বিনিয়োগ সম্মেলন: চীনের অংশগ্রহণকারী ছিলেন ১৪৭ জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৩:৩৩ পিএম

বিনিয়োগ সম্মেলন: চীনের অংশগ্রহণকারী ছিলেন ১৪৭ জন

ছবি: সংগৃহীত

বিভিন্ন খাতে বিনিয়োগ চুক্তি, প্রতিশ্রুতি ও দেশি-বিদেশি কোম্পানির প্রতিনিধিদের সামনে দেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করতে নেওয়া নানা উদ্যোগের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) আয়োজিত চার দিনের বিনিয়োগ সম্মেলন।

এবারের বিনিয়োগ সম্মেলনে বেশি অংশগ্রহণকারী ছিলেন চীন থেকে। বিডা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার চীনের সর্বাধিক ১৪৭ জন এ সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, এমন কোম্পানির পাশাপাশি নতুন বিনিয়োগ সম্ভাবনা খুঁজতেও কিছু কোম্পানির উচ্চ পর্যায়ের প্রতিনিধি এ সম্মেলনে এসেছেন।

চীনের ই-কমার্স জায়ান্ট, বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি আলিবাবা এবারের সম্মেলনে যোগ দেয়।

দেশভিত্তিক অংশগ্রহণকারী বিবেচনায় এরপরের অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র (৪৪ জন), যুক্তরাজ্য (২৯ জন), ভারত (২৩ জন), জাপান (২০ জন)। প্রাথমিক তথ্য অনুযায়ী, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোটের অর্ধেক।

এর গত ৭ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয় চার দিনের বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর আয়োজন করে।

বিদেশি বিনিয়োগকারীর সামনে বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরতে এবারের বিনিয়োগ সম্মেলন ছিল অন্য বছরের চেয়ে ব্যতিক্রম। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা থেকে বিনিয়োগকারীকে নতুন ধারণা দিতে আয়োজকদের প্রাণান্ত চেষ্টা ছিল লক্ষ্যণীয়।

আরবি/এসআর

Link copied!