সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আজকের স্বর্ণের বাজারদর

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৯:২৬ এএম

আজকের স্বর্ণের বাজারদর

স্বর্ণের গহনা ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছালেও, দেশে আজ শনিবার ( ১২ এপ্রিল ) স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্য রয়েছে পূর্বের নির্ধারিত দামেই।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামের এই সিদ্ধান্ত ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ভিত্তিতে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ৮ এপ্রিল বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, যা কার্যকর হয়েছিল ৯ এপ্রিল থেকে।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৫ বার কমেছে। আর ২০২৪ সালে পুরো বছরে ৬২ বার মূল্য সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দামের পরিবর্তন হলেও, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

আরবি/শিতি

Link copied!