বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১১:৫৫ এএম

দেশের বর্তমান রিজার্ভ পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১১:৫৫ এএম

দেশের বর্তমান রিজার্ভ পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

বৈদেশিক মুদ্রা ডলার ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে ২৬ হাজার ৩৮৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার, যা ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের সমান।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত দেশের মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) ছিল উল্লেখিত পরিমাণে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৪ দশমিক ৩৫ মিলিয়ন ডলার।

আইএমএফের ঋণ পেতে হলে জুন মাসের মধ্যে নিট রিজার্ভ নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় রাখতে হবে বলে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, ‍‍‘রিজার্ভ এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই আইএমএফের শর্ত পূরণ করতে পারব।‍‍’

তিনি আরও জানান, জুন মাসের মধ্যে নিট রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি থাকতে হবে, যেখানে বর্তমানে তা রয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলারে। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় এখনো প্রায় ১ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে।

এর আগে, ৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ হাজার ৬২৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ হাজার ৪৬০ দশমিক ৫২ মিলিয়ন ডলার।

আর ২৭ মার্চ পর্যন্ত রিজার্ভ ছিল ২৫ হাজার ৪৪০ দশমিক ৮৮ মিলিয়ন ডলার (গ্রস) এবং আইএমএফ পদ্ধতিতে হিসাব করলে তা দাঁড়ায় ২০ হাজার ২৯৬ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে, যা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী পরিমাপ করা হয়ে থাকে।

আরবি/শিতি

Link copied!