দুবাই ডার্মা ২০২৫-এ বিশাল সাড়া ফেলেছে বাংলাদেশে উৎপাদিত রিমার্ক এলএলসি ইউএসএ-এর মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। বিশ্বের অন্যতম বৃহৎ চর্মরোগ ও স্কিন কেয়ার প্রদর্শনী থেকে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে এই বাংলাদেশি পণ্য। যা দেশের স্কিন কেয়ার শিল্পের জন্য একটি নতুন মাইলফলক।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়াররা সিওডিলের পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। এতে প্রমাণিত হয়েছে, আন্তর্জাতিক বাজারে সিওডিলের গ্রহণযোগ্যতা ও চাহিদা দিন দিন বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুত স্কিন কেয়ার পণ্যের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর তালিকায় জায়গা করে নেবে। তবে এর জন্য প্রয়োজন সরকারি নীতি সহায়তা ও কার্যকর দিকনির্দেশনা।
বুধবার (১৬ এপ্রিল) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (দুবাই ডার্মা)-এর শেষ দিনেও সিওডিলের স্টলে দর্শনার্থী, বিশেষজ্ঞ চিকিৎসক ও আমদানিকারকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রায় ১০০টিরও বেশি দেশের চর্মরোগ বিশেষজ্ঞরা সিওডিলের উদ্ভাবিত স্কিন কেয়ার সমাধান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
রিমার্ক এই প্রথমবারের মতো কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে, যা দেশের উৎপাদন সক্ষমতার অনন্য দৃষ্টান্ত।
প্রদর্শনী চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি কোম্পানি অন-স্পট চুক্তির মাধ্যমে সিওডিল পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত এবং লিবিয়ার ক্রেতারাও পণ্য কিনতে সম্মতি দিয়েছেন।
ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা. রিতিকা পান্ডে বলেন, সিওডিল স্টলে প্রদর্শিত রাসায়নিক বিক্রিয়ামুক্ত উদ্ভাবিত পণ্যগুলো আমার রোগীদের উপকারে আসবে। এগুলোর দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। আমি মনে করি, এই ব্র্যান্ড দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর ত্বকের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশের খ্যাতিমান ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, আমরা সাধারণত আন্তর্জাতিক মঞ্চে বিদেশি ব্র্যান্ডগুলোকেই দেখি। কিন্তু এবার বাংলাদেশের একটি ব্র্যান্ডের উপস্থিতি দেখে আমি গর্বিত। সিওডিল বাংলাদেশের উৎপাদন দক্ষতার যে প্রমাণ দিয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।
সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য অঞ্চলের বাজারে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। এরই মধ্যেই প্রায় ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ এসেছে, যা সিওডিলের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, ত্বক বিশেষজ্ঞদের আগ্রহ বিশ্বব্যাপী উচ্চমানের ও বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত স্কিন কেয়ার পণ্যের চাহিদা বৃদ্ধিরই প্রমাণ।
দুবাই ডার্মা হলো ত্বক ও চর্মরোগবিদ্যার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী। এবারের আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং ১ হাজার ৮৭৫টি ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। এই বিশাল প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে সিওডিল তার আন্তর্জাতিক দৃশ্যমানতা বহুগুণে বাড়িয়েছে এবং নতুন রপ্তানি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বাংলাদেশে হারল্যান স্টোরসহ সব অথেন্টিক রিটেল চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে। হারল্যান স্টোরের উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এ পণ্য সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করায় সিওডিলকে ধন্যবাদ জানাই। এটি এখন দেশের স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রিত ব্র্যান্ড। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি পণ্যের মান, মেয়াদ ও দাম—সব দিক দিয়েই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।
লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি এখন দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিন কেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে। গুণগত মান, বৈজ্ঞানিক গবেষণা এবং সাশ্রয়ী মূল্যকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি স্কিন কেয়ার শিল্পে নতুন সংজ্ঞা তৈরি করছে।
রিমার্কের হোমকেয়ার ও হালার পণ্য এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে এবং এগুলোর রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :