ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করা হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৯:১২ পিএম

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করা হবে

ছবি, সংগৃহীত

ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) কমিটির বৈঠকে এক কার্গো এলএনজি আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদন পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি ক্রয়প্রস্তাবও।

বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সেখানে চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা।

জবাবে উপদেষ্টা বলেন, একটা নির্দিষ্ট মানের চালের দাম বেড়েছে বলে আমার কাছে তথ্য এসেছে। বাকিগুলো আগের দামেই আছে। চালের দাম আমাদের অন্যতম একটা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, নন-বাসমতি চাল আমদানির অনুমোদন দিয়েছি। বলে দিয়েছি, আপনারা যেখান থেকে পারেন, চাল আমদানি করেন। প্রয়োজন হলে ‘বাফার স্টক’ (বাজার স্থিতিশীল রাখতে পণ্য মজুদের কৌশল) করেন। দরকার হলে আমরা স্পেশাল ওএমএস চালু করব।

রোজার আগে কোনো পণ্যের করসুবিধা প্রত্যাহার হবে না উল্লেখ করে তিনি বলেন, ছোলা ও ডাল পর্যাপ্ত মজুদ আছে। সয়াবিন তেল দরকার হলে আরও আমদানি করব।
সাধারণ কিংবা মধ্যবিত্ত সবার জন্য এগুলো নিশ্চিত করতে হবে। যেসব পণ্যে করছাড় দেওয়া হয়েছে তা রোজা যাওয়ার আগে আর পরিবর্তন করা হবে না।

উপদেষ্টা বলেন, বাজারে নজরদারি আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা অধিকার দিয়ে হবে না। আমাদের দেশে এখন সবজির কেজি ২০ টাকায় নেমে এসেছে। এটা নিয়েও এখন কথা হচ্ছে।

ভারতের বাগাদিয়া ব্রাদার্স নামের একটি কোম্পানির কাছ থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনা হবে। প্রতি টন ৪৫৮ দশমিক ৮৪ ডলার হিসাবে মোট খরচ পড়বে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

আরবি/এস

Link copied!