শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:৪৮ পিএম

গ্লো এন্ড লাভলি সিরাম লাঞ্চ

কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:৪৮ পিএম

কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা

ছবি: সংগৃহীত

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে মঙ্গলবার (ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্লো এন্ড বিয়ন্ড বাই গ্লো এন্ড লাভলি। এটি ছিলো গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ইনোভেশন গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

এতে আমন্ত্রণ জানানো হয় ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সারদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং হোস্ট হিসেবে ছিলেন সারাহ আলম।

শুরু থেকেই গ্লো অ্যান্ড লাভলী সকল নারীদের আস্থা অর্জন করে নিয়েছে। গ্লো অ্যান্ড লাভলী সবসময়ই নারীদের সাথে থেকে তাদের কথা বলে। সৌন্দর্য রক্ষায় এই ব্র্যান্ডটি প্রতি বছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নারীদের উপহার দিয়ে আসছে। গ্লো অ্যান্ড লাভলী নারীদের স্কিন কেয়ারের সাথে আলট্রা ব্রাইট গ্লো’র কথা মাথায় রেখেই প্রথমবারের মতো এনেছে গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম। স্কিন কেয়ারের বিশেষ উপাদান নায়াসিনামাইডের সাথে এই সিরাম দিবে ৪ গুণ বেশি গ্লো, মানে ‘আলট্রা ব্রাইট গ্লো’।

বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম। গ্লো অ্যান্ড লাভলীর শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও  ইনফ্লুয়েন্সারদের সাথে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে গ্লো অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর সবার মাঝে অ্যানাউন্স করেন নতুন প্রোডাক্ট গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের নাম।

স্কিন কেয়ারের এই নতুন প্রোডাক্টির নাম অ্যানাউন্সের পর থেকেই ইনফ্লুয়েন্সারদের মাঝে গুঞ্জন তৈরি হয়। অনুষ্ঠানে প্রোডাক্ট রিভিলের পর থেকেই ইনফ্লুয়েন্সাররা এটির উপাদান নিয়ে কথা বলতে থাকেন এবং বিভিন্ন কন্টেন্ট বানাতে শুরু করেন। সেই সাথে এই ইভেন্টের প্রোডাক্ট টেস্টিং বুথে ইনফ্লুয়েন্সাররা সিরাম টেস্ট করে রিভিউ কন্টেন্টও তৈরি করেন। ক্যামেরার ফ্ল্যাশ,মিউজিক ও আড্ডায় জমে উঠেছিলো গ্লো এন্ড বিয়ন্ড বাই গ্লো এন্ড লাভলী-র সন্ধ্যা।

সাবিলা নূর প্রোগ্রামে আসা ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলার পাশাপাশি তাদের মতামত জানতে চান। সেই সাথে ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সারদের স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে সামনের দিনগুলোর প্ল্যান সম্পর্কে জানতে চান। তাদের সাথে আরো কিছুক্ষণ গল্প ও একসাথে ডিনার শেষে সবার সাথে গ্রুপ ছবি তুলে ইভেন্টের ইতি টানেন। গ্লো গার্লদের একসাথে একছাদের নিচে দেখে সাবিলা নূর জানান, তারাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এই ব্যাপারটা ভীষণ উৎসাহিত করেছে আমাকে। নতুন এই প্রোডাক্টটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘স্কিন কেয়ারে সিরাম এখন অন্যতম উপাদান। তাই স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে আরো একধাপ এগিয়ে গেলো গ্লো অ্যান্ড লাভলী। যেহেতু সিরাম সবার পক্ষে সবসময় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং সিরাম সবার হাতের নাগালের মধ্যে এনে সবাইকে চমকে দেয়ার জন্য ধন্যবাদ গ্লো অ্যান্ড লাভলী-কে’।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, ‘এই ব্র্যান্ডটির সাথে যুক্ত হবার অন্যতম উদ্দেশ্য হলো এটি সবসময় নারীদের কথা বলে। নারীদের চাহিদা ও স্বপ্নের কথা ভেবে কাজ করে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলী’।

ভিন্নধর্মী অ্যারেঞ্জমেন্ট এবং ইভেন্ট প্ল্যান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। গ্লো অ্যান্ড লাভলীর সাদা ও পিংক রঙের থিমের আবহ ছিলো পুরো অনুষ্ঠান জুড়ে। ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সাররা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং সারাহ আলমের উপস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচনের এই ইভেন্টের ছবি, ভিডিও ক্লিপস তৈরি করতে শুরু থেকে আমন্ত্রিত ছিলেন সবার পরিচিত স্পেস মিডিয়া প্রোডাকশন থেকে সাইফ এবং টিম। সবশেষে সাবিলা নূর ইউনিলিভার বাংলাদেশ-কে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আরবি/জেডআর

Link copied!