ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
বিদ্যুৎ ক্রয়ে ৫০ কোটি ডলার বকেয়া

পাওনা আদায়ে বাংলাদেশকে আদানি গ্রুপের তাগাদা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৪:৪২ পিএম

পাওনা আদায়ে বাংলাদেশকে আদানি গ্রুপের তাগাদা

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ক্রয় বাবদ বাংলাদেশ থেকে ৫০ কোটি ডলার পাওনা আছে ভারতের ধনকুব গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। এবার সেই পাওনা আদায়ে বাংলাদেশকে তাগাদা দিয়েছে গৌতম আদানির প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঝাড়খন্ডের ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০ কোটি ডলার হয়েছে। এ পরিস্থিতিকে আদানি গ্রুপ ‘টেকসই নয়’ বলে বর্ণনা করেছে।

ফিন্যান্সিয়াল টাইমসকে আদানি গ্রুপের এক কর্মকর্তা বলেন, ‘আমরা জানি যে, বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। (দেশটির) নতুন সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং বকেয়া পরিশোধ সংক্রান্ত আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়েও আমাদের কথাবার্তা হচ্ছে।’

আরবি/জেআই

Link copied!