ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

এস আলম গ্রুপের সব সুবিধা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০১:০২ পিএম

এস আলম গ্রুপের সব সুবিধা বন্ধ

ছবি, সংগৃহীত

ঢাকা: এস আলম গ্রুপের ঋণ ও ঋণসুবিধা বন্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের নামে-বেনামে কোনো আমানত থাকলে সেটি উত্তোলন নিষিদ্ধ। একইসাথে তাদের নামে–বেনামে থাকা কোনো ক্রেডিট কার্ড দিয়েও লেনদেন করা যাবে না, বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের মালিকানায় থাকা ছয় ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে।

ব্যাংকগুলো হলো ইসলামী, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও কমার্স ব্যাংক। এদিকে নিয়ন্ত্রক সংস্থাটি ইতিমধ্যে ইসলামী, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংককে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত করেছে। এরপরই এমন পদক্ষেপ নিয়েছে তারা।

এসব ব্যাংকসহ অন্য যেসব ব্যাংকে গ্রুপটির নামে-বেনামে ঋণ রয়েছে, সেগুলোতেও নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দল গঠন করা হয়েছে, যারা ব্যাংকগুলোতে পরিদর্শন শুরু করেছে।

 

আরবি/এস

Link copied!