মেট্রো স্পিনিং লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কম্পানির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
কম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে সভায় পরিচালক পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা স্বশরীরে ও অনলাইনে যুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরার পর বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান। এসময় কম্পানির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান চেয়ারম্যান।
সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিশেষ এজেন্ডা হিসেবে কম্পানির নাম ‘মেট্রো স্পিনিং লিঃ’ থেকে ‘মেট্রো স্পিনিং মিলিস্ পিএলসি.’ সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :