ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসলামী ব্যাংকে অনিয়ম তদন্তে অডিট ফার্ম নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০১:৫৭ পিএম

ইসলামী ব্যাংকে অনিয়ম তদন্তে অডিট ফার্ম নিয়োগ

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশে অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) নতুন পর্ষদের প্রথম সভায় ‘তিন ধরনের অনিয়ম তদন্তে’ তিনটি সিদ্ধান্ত হয়েছে।

২০১৭ সালে ব্যাংক দখলের পর কীভাবে ঋণ বের হয়েছে, ট্রেজারি বিভাগ কোথায় কীভাবে টাকা ও ডলার বিনিয়োগ করেছে এবং এ সময়ে নিয়োগ ও পদোন্নতিতে কী ধরনের অনিয়ম হয়েছে- তা খতিয়ে দেখা হবে। দ্রুত অডিট সম্পন্ন করতেই আলাদা তিনটি ফার্ম নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকে জোর করে গণহারে পদোন্নতি নিচ্ছেন। এস আলমের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় চলতি বছর পদোন্নতি পেয়েছেন এমন অনেকেও এ তালিকায় রয়েছেন। সাধারণত একটি পদোন্নতি থেকে আরেকটি পদোন্নতির জন্য তিন বছরের যে সীমা রয়েছে, এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এসব পদোন্নতি টিকবে না বলে নতুন পর্ষদে আলোচনা হয়।

ব্যাংকটির প্রধান কার্যালয়ে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, কে কোন ক্ষেত্রে অডিট করবে আগামী রোববার সে বিষয়ে সুনির্দিষ্ট করা হবে। এ ছাড়া ওই দিন ব্যাংকের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হতে পারে।

আরবি/জেআই

Link copied!