০৭ নভেম্বর বিকাল ০৫ টায় “এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ- ২০২৪ ‘- এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মেলার স্থল শেরে বাংলা নগরস্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (সাবেক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আগারগাঁও, ঢাকায়–এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
এর আগে মেলা আয়োজক কমিটির সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন-এনায়েত হোসেন ফোরকান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরিফ কোরাইশী প্রমুখ।
এছাড়া ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ভাইয়া হাউজিং-এর ফয়সাল আহমদ।
মেলায় ৭টি দেশের প্রায় ৪ শতাধিক স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মতামত লিখুন :